ক্যারিয়ার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট খুব আকর্ষনীয়। ওয়েবের কাজ জানা মানুষের রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা। আর তাই ওয়েব সম্পর্কে থাকা চাই স্বচ্ছ ধারনা। এই কোর্সে সেই ধারনা সহজভাবে দেওয়ার চেষ্টা করেছেন তাহমিদ রাফি। এই কোর্সের মাধ্যমে জানা যাবে ইন্টারনেট কিভাবে কাজ করে সেই সংক্রান্ত মৌলিক ধারনা। সেই সাথে আরো জানা যাবে কিভাবে একটি ওয়েবসাইট তৈরী করা যায় এবং ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি কি বিষয় শিখতে হবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এই কোর্সটি থেকে উপকৃত হবে, আর সেই সাথে ওয়েবের কাজের নানান দিক সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করবে। এখান থেকে তারা তাদের পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনাও পেয়ে যাবে।
এই কোর্সটি করতে কম্পিউটার প্রোগ্রামিং সংক্রান্ত কিছু জানতে হবে না। শুধু দরকার হবে একটি কম্পিউটার ও সক্রিয় ইন্টারনেট সংযোগ। প্রাথমিক কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকলে যে কেউ এই কোর্সটি করতে পারবে।
কোর্সটি হবে ৪ সপ্তাহের –
প্রথম সপ্তাহ – প্রাথমিক ধারনা
দ্বিতীয় সপ্তাহ – ওয়েব সাইটের গঠন – ক্লায়েন্টের অংশ
তৃতীয় সপ্তাহ – ওয়েব সাইটের গঠন – সার্ভারের অংশ
চতুর্থ সপ্তাহ – বর্তমান যুগের প্রচলিত ধরন
সম্পূর্ন কোর্সটি করতে রেজিস্ট্রেশন করুন দ্বিমিক কম্পিউটিং এর ওয়েবসাইটে। কোর্সটি সবার জন্য ফ্রি।